যে শিশুটি রোদ্র তাপে
দাঁড়িয়ে আছে ঠায়
কষ্ট ক্ষুধা পেটে নিয়ে
এদিক ওদিক চায়।
একই পোশাক; ব্যাগ ঝুলিয়ে
শিশুরা সব যায়
দামী দামী খাবার কিনে
রোজ সকলে খায়।
গাড়ী আছে বাড়ী আছে
বিত্ত বৈভব অঢেল
আদর সোহাগ পাচ্ছে তারা
পড়ছে মজার নোবেল।
বড় হবে মানুষ হবে
শিখছে পড়ালেখা
স্বাস্থ্য রক্ষায় খেলছে ওরা
নানা রকম খেলা।
রুগ্ন শিশু জীর্ণ শরীর
দাঁড়িয়ে দেখে ঠায়
দুঃখ কষ্ট বুকে চেপে
কাজ করে যায় মায়।
শিশুর মুখে দুই বেলা ভাত
দিতে হবে তাই
অভাগীনির জীবন যুদ্ধে
সুখের ছোঁয়া নাই।
হাঁড়ভাঙ্গা শ্রম দিচ্ছে নারী
খাটছে সারাবেলা
সুখের আশায় রাত্রি জেগে
ভাসায় স্বপ্ন ভেলা।
মায়ের চোখের জল মুছিয়ে
ছোট্ট ছেলে বলে
মা গো এবার নে আমাকে
তোদের কাজের দলে।
মা আশির্বাদের চুমু আঁকেন
ছোট্ট কচি গালে
ওরে বাছা জীবনটা তোর
সাজুক ছন্দ তালে।
হাজার রকম স্বপ্ন নিয়ে
থাকেন দুঃখি মা
তবু নাড় ছেঁড়া ধন কষ্ট পাবে;
সইতে পারেন না।