আজকে যদি জীবন নিয়ে
নতুন করে ভাবতে বসি,
আমার দিকে আঙুল তুলে
বলবে সবাই আমি দোষী।
যুদ্ধ জীবন কত কঠিন
কত হোঁচট পথে-ঘাটে,
কাছে এসে দেখার সময়
কারো ছিলো;কোনো কালে!
কেমন আছি জানতে চেয়ে
কেউ নিয়েছো কোনো খবর?
মরে গেলেও কেউ কি এসে
খুঁজতে আমার আঁধার কবর?
আমিই কেবল ভেবে গেলাম
জীবনভর সবার কথা,
আমার কাজে পায় যদি কেউ
মনের ভেতর করুণ ব্যথা!
মিছে এসব ভাবনা ভেবে
নিজেই বড্ড ঠকে গেলাম,
জীবন খাতায় হিসেব কষে
ভাবছি বসে কি-ই বা পেলাম!