সভা মিটিং ক্লাব পার্টিতে সময় বয়ে যায়,
ঘরের কাজে দেবার মতো সময় নাহি পায় ।
গুণীজনের গুণের কথা বলবো কি আর ভাই,
দুঃখিজনের জীবন দুঃখে তাকে খুঁজে পাই ।
পথশিশু পথকলি
পথে থাকে যারা,
তাদের সেবায় নিয়োজিত
মনন আত্মহারা ।
সেবা পেলো ফুলমনি আজ
জুটলো ঠিকানা,
গুণীজনের দামী ফ্ল্যাটে
পাতা বিছানা ।
ফুলমনি আজ বেজায় খুশি
ফ্ল্যাটে তার বাস,
স্বপ্ন সুখের ছবি আঁকে
নয়ন ভরা আশ ।
পড়া লেখা শিখে মেয়ে
মানুষ হতে চায়,
দুঃখিজনের পাশে যেন
জীবন কেটে যায় ।
দিনের আলোয় কাটে আঁধার
ভাঙ্গে সকল ভুল,
ফুলমনিদের জীবন কভু
হয় না রাঙা ফুল ।
বাসন ধোয়া কাপড় কাচা
সবজী কাটাকাটি,
মাছ মাংশের মশলা পাতি
করছে বাটাবাটি ।
ঘরটা ঝেড়ে মোছার কাজে
একটু দেরি হলে,
চোখ রাঙিয়ে তেড়ে এসে
কানটা দেয় মলে ।
হাতের কাছে হাঁতা খুন্তি
যখন যেটা পায়,
তার আঘাতে ছোট্ট ফুলের
জীবন চলে যায় ।
মিঃ মিসেস দুই জনে বেশ
সমাজ সেবক দেশের,
সেবার নামে খেলছে খেলা
কচি প্রাণ নাশের ।
আজকে যারা রাজা রাণী
রাজকুমারী ঘরে,
তারাও পথে নামতে পারে
দু'দিন আগে পরে ।
পর্দাটুকু সরিয়ে মন কর প্রসারিত,
সত্যি সুখের মিলবে দেখা
শান্তি অবারিত ।