সুখ দুঃখ নিয়েই জীবন
জীবন ফুল শয্যা নয়,
এমন যদি ভাবতে পারো
তবেই তো আসবে জয়।
জীবন খানা অনেক দামী
স্রষ্টার শ্রেষ্ঠ উপহার,
তবে কেন এই জীবনে
আনবে বয়ে অন্ধকার!
কষ্ট কথা ভেবেই যদি
কাটাও সারাবেলা,
জীবন জুড়ে থাকবে দেখো
হতাশাদের খেলা।
চলার পথ থমকে যাবে
হতাশার চাপে,
এমন জীবন করলে বরণ
বাঁচবে পরিতাপে।
সুখ দুঃখ হাসি কান্নায়
জীবন পরিপূর্ণ,
একটা ছাড়া একটা নিয়ে
সব ফাঁকা শূন্য।