জীবনের
খেয়া পাড়ে
আমিও শামিল হবো,
ভীড় ভাট্টায় সময়ের আবর্তে
কোন একদিন ঠিক হারিয়ে যাবো
কোন এক অচিন রাজ্যের সীমান্ত রেখায়।


শেষ
থেকে শুরু
শুরু থেকে শেষ
সাঙ্গ হবে কলরব অনিমেষ,
শুভ্র সাজে সজ্জিত নিথর দেহ
বিদায় সুরে ঠিক পৌঁছবে আপন ঠিকানায়।


প্রহর
পেরিয়ে তখন
হবো বিস্মৃত স্মৃতি,
নতুনের কলতানে ভেসে যাবো
ক্রোশ ক্রোশ পথের দূরত্বে অদূরে
তবু মনে রেখো;মনে রেখো আমায়।