রক্ত দিয়ে কেনা আমার দেশের সীমানা
সবুজের  বুকে রক্ত জবা নিখুঁত ঠিকানা।
যুদ্ধ জয়ের প্রাপ্তি আমার স্বাধীন বাংলাদেশ
আপন হাতে আঁকা যেন নিঝুম পরিবেশ।
দেশ দখলের পায়তারা আর ফন্দি যতই আঁটো
নিজের কাছে নিজেই হবে খাঁটো থেকে খাঁটো।
বীরাঙ্গনা মা বোন আর ত্রিশ লক্ষ প্রাণ
শিখিয়ে গেছেন কেমন করে বাঁচবে দেশের মান।
ইতিহাসের আদ্যোপান্ত সবই এখন জানা
রুখতে জানি শত্রু পক্ষের দুর্বিষহ হানা।
রক্ত বন্যা বইবে তবু বাঁচবে সোনার দেশ
আম জনতা উঠছে জেগে;নাটক করো শেষ।
স্বাধীন দেশের আকাশ তলে স্বাধীন পতাকা
স্বাধীন ভাবে উড়তে দিও বিশ্ব বিধাতা।।