অজস্র ঢেউ আচড়ে পড়ে
সাগর নোনা জলে,
কেউ জানেনা দুঃখ ব্যথা
কত তার তলে।


কেউ তার রূপে ব্যাকুল
কেউ না চায় ফিরে,
তাই বলে তার উন্মাদনা
হয় কি কভু ফিকে!


শুরু থেকে আজ অবধি
বইছে জোয়ার-ভাটা,
তোমার আমার মন্দ ভালোয়
পড়বে না তা কাটা।


আমিও তেমন আমার মতো
কাব্য গেঁথে যাবো,
ভালোবাসা দিতেই হবে
মিছে কেন ভাবো?