নৈসর্গিক সমর সমুদ্র সাঁতরে
সমাজ সুশীলতায় জর্জরিত হই
অবিরাম,
আর তুমি তো প্রেমহীন ভালোবাসার যাঁতাকলে
পিষ্ট এক নাম।
তোমার চোখে আমি যন্ত্রণার চাহনী দেখেছি,
হৃদপিণ্ডের শব্দে শুনেছি
কষ্ট আহাজারী।
তোমার দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে বাতাস,
নিষ্পলক চোখের জলে ভাসে হৃদয়ের পেলব আবাদ,
আকাশের গায়ে লেপটে থাকা কষ্ট রঙে
আমি তার ইতিহাস খুঁজি
ইতিহাস খুঁজি সময়ের কণ্টকাকীর্ণ পথের
দৈর্ঘ্যে।
ঘুমহীন চোখে-স্বপ্ন ঘুমে কেবল তোমাকেই দেখি;দেখি আর ভাবি---কে তুমি?
কেন আমার জীবন চাতালে শুধু তোমারই ছবি!
তুমি জীবন কবিতার কবি---
তোমার রোমশ শয্যায় এবার শয্যাশায়ী হবো
আমি,
মেঘ বালিকা আকুতি তোকে
ঢেকে দে সূর্যের বাহার;
ঘুচে যাক দিনের আলো
নেমে আসুক রাতের আঁধার।
আজ একান্তে কাটুক সময়
ভুলে সব লাজ লজ্জা;সমাজের ভয়।