আজকাল বাতাসে চেনা একটা গন্ধ
খুঁজে পাই আমি,
খুব পুরনো পরিচিত একটা গন্ধ।
জানালার পাশে দাঁড়িয়ে
চোখ বন্ধ করে সেই চেনা গন্ধে খুঁজে পাই
পেছনে ফেলে আসা সময়ের অনুভূতি---
কী ভীষণ মমতাময়!
আচ্ছা সবারই কি এমন হয়?
কি জানি; জানি না।
তারপর স্মৃতির অলিতে গলিতে
হেঁটে বেড়াই নীরবে নিঃশব্দে,
ফিরে যাই অনেক অনেক বছর পেছনে
থামকুনি কলমি উঠোনে,
মা মমতা ছিলো যেখানে।
ধীরে ধীরে চোখ দীঘি জলে
স্মৃতিরা ঝাপসা হয়ে যায়,
সময় আর কাটে না মমতার ছায়ায়।
ইদানিং কেবল বাতাসে সেই
গন্ধ খুঁজে পাই,
মায়ের গন্ধ; মমতার গন্ধ।