নদী যেথায় সাগরের বুকে আলিঙ্গনের নেশায় আকুল হয়ে মেতে ওঠে ,
অথৈ সাগর কী ভীষণ মমতায় ,নিজের ভেতর লীন করে নেয় তার
সাথীরে ।
ভালবাসার দুষ্টুমীতে
দুজন দুজনাতে ,
মিলেমিশে একাকার হয় ।
দৃষ্টির সীমানা ছাড়িয়ে
হারিয়ে যায় দূর অজানায় ,
লুকোচুরি ছলনায় ।
ভালো লাগার শিহরণে সে মোহনায় দাঁড়িয়ে দেখেছি ,আর সুখের আবেশে আপ্লুত নয়নে ,
অপলক তাকিয়ে ,কেবল ভেবেছি.....
তুমি সাগর হতে যদি
আমি নদী...