আজ মন ভালো নেই আমার,
মন ভালো নেই...
বাগান বারান্দায়
টিভির পর্দায়
বইয়ের পাতায়
কোথাও ভালো লাগা নেই
কেউ নেই; কিচ্ছু নেই
আলো নেই শুধু অন্ধকার,
আজ মন ভালো নেই আমার।
মন ভালো নেই....


পশ্চিমের জানালা ধরে
কাছে নয়; খানিক দূরে
অচেনা পাখিদের ঘরে
আজ পাখিরাও জেগে আছে
কি জানি কিসের হাহাকার,
আজ মন ভালো নেই আমার।
মন ভালো নেই....


জোসনা রঙ বিছানায়
নিষেধের পাহারায়
কিশোরী সকালের অপেক্ষায়
কেনো যেনো আজ
স্বপ্নরাও ভেঙ্গে যায় বারবার,
আজ মন ভালো নেই আমার।
মন ভালো নেই....
মন ভালো নেই।