জীবনের চাতাল বেয়ে বেয়ে হারিয়ে যাব কোন অজানা দেশে,
রাঙা গৌধুলীর সাথে হয়ত যাব মিশে ।
আমি নিরুদ্দেশ হব ।
প্রজাপতি পাখনায় চেপে চলে যাব দূরে বহু দূরে ।
রাতের আকাশে তারাদের ভিড়ে,
কেউ খুঁজো না আমারে ।
আমি হরিণী দুপুরে আকাশ পাড়ি দেব ।
আমি নিরুদ্দেশ হব ।
জোনাক রাতে সাগরে পাহাড়ে
যা হোক কোথাও রবো ।
আমি নিরুদ্দেশ হব এবার,
লোক চক্ষুর অগোচরে বইবো জীবনের ভার ।