আহত ভাগ্য কারাগারে বন্দী জীবনের দীর্ঘশ্বাসে
ফোটা ফুল ঝরে পড়ে,
খোলা আকাশে উড়ে চলা মুক্ত বিহঙ্গ
থামিয়ে দেয় তার গতি,
কেঁপে ওঠে আকাশ বাতাস
কেঁপে ওঠে প্রকৃতি ।
স্টেশানের খোলা চত্বর
জীর্ণ শীর্ণ ফুটপাত
রাত্রি যাপন,
চলে দিনাতিপাত।
লালসার তৃষ্ণা খুঁজে বেড়ায় পিপাসার জল,
কোন আহত ভাগ্যের চোখ হয় অশ্রু সজল।
হারিয়ে দেয় নিয়তি নিঠুর নির্মম
কোথায় সম্ভ্রম !
ভয় ভীতি লাজ লজ্জা,
মানুষ নামের পশুগুলো
পশুর চেয়েও অধম ।
নষ্ট জীবনের ভার বয়ে সম্মুখে হেঁটে চলে ভাগ্যাহত কোন বন্দী
অথবা থেমে যায় জীবনের পথ চলা,মৃত্যুর সাথে হয় সন্ধি ।
কোথায় থাকে তখন আইন কোথায় থাকে বিচার,
কেবল অবিচার অত্যাচার ।
খোলা চত্বর ফুটপাত
কেন মানুষের আবাস !
কোথায় উন্নয়ন কোথায় উন্নতি
এ কেমন নীতি !
টুবাই এখনো টোকাই
মিষ্টি মেয়ে পরী
এখনো পথে পথে ফুল করে ফেরি ।
ভোরের বাতাসে এখন শুদ্ধতা নেই
বিবেক জলাঞ্জলিতে মানুষ সিদ্ধহস্ত
মায়া নেই মমতা নেই
নেই বিশ্বাসের বাঁধন,
আকাশে বাতাসে জলে স্থলে স্বার্থাণ্বেসী নিঃশ্বাসের বিষাক্ত ছোবল ।
আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই শুদ্ধতায়,
তাই এখনো হৃদয়ের ফুলে মালা গাঁথি-মালা গাঁথি কবিতায় ।