আমার শূন্য উঠোনে
                    মৃদু চরণে
দাঁড়াও যখনই এসে,
সব সুখ আমার
             কাটে অন্ধকার
আরও যাই ভালোবেসে।
মুগ্ধ নয়নে
মন ও মননে
বাজে মিলনের সুর,
স্থির দাঁড়িয়ে
দুঃখ হারিয়ে
নও তুমি আর দূর।
বেমালুম ভুলে
আঁখি দুটো মেলে
তোমারে কেবলই দেখা,
বাহুডোরে তখন
অন্তরে কাঁপন
নীরবে কাটে বেলা।
কপোলে অধর
সুখের নহর
অঙ্গুলি শিয়রে চালিয়ে,
বন্ধ নয়নে
হৃদয় গহীনে
শৈল্পিক স্বত্বা সাজিয়ে।
বক্ষ চূড়ায়
শ্রান্তি জুড়ায়
স্বস্তি প্রাণের স্পন্দনে,
হস্ত যুগল
গভীর অতল,
সত্য সুখের বন্ধনে।
গহন সাগর
স্থির মনোহর
জাগিয়ে তোল ঝড়,
অনাবিল সুখে
অবিচল বুকে
সুখ সুনিবিড় ঘর।
স্রষ্টার খেলা
এ কেমন ভেলা
ভেসে যাই তবু স্থির,
দরবারে তোমার
শুকরিয়া আমার
নত করি তাই শির।।