নূর জৌলুসে ছাই হয়ে যায়
বিরাট বিস্তর গিরি,
সব ক্ষমতার মালিক তুমি
তোমায় খুঁজে ফিরি।
দিনকে তুমি করো রাত
রাতকে করো দিন,
তোমার দয়ার ছত্রছায়ায়
অনেক বড় ঋণ।
সূর্য তোমার চন্দ্র তোমার
আকাশ ভরা তারা,
তোমার প্রেমে মাতাল আমি
দারুণ দিশেহারা।
মেঘ দাও বৃষ্টি ঝরাও
আবার ছড়াও রোদ,
এই জীবনে কবে হবে
তোমায় বুঝার বোধ!
তুমি হাসাও তুমি কাঁদাও
দুঃখের পরে সুখ,
তুমি মারো তুমি বাঁচাও
যুগের পর যুগ।
কষ্ট জলে ভাসাও তুমি
কষ্ট সাগর তোমার,
তুমিই আবার টেনে তোলো
ঘুচাও সকল আঁধার।
আলো-আঁধার এই পৃথিবী
সবই তোমার জানি,
তুমি এক;অদ্বিতীয়
মনে প্রাণে মানি।