নিষ্প্রভ আলোর প্রগাঢ় ছায়া তলে
কন্টকিত পথ ধরে যতবার
যেতে চেয়েছি কোনো নিরবচ্ছিন্ন নির্মল স্বস্তির কাছে,
ততবার ই জড়িয়ে গেছি নিচ্ছিদ্র নিসঙ্গতার দলে ।
নিষ্পেষিত হয়েছি বারবার,
দিনের আলোয় দেখেছি চেয়ে
রাতের কালো অন্ধকার।
তবু হেঁটেছি পথ
বহুদূর;বহুক্রোশ ।
আজও হেঁটে চলেছি আমি,
জানি কিচ্ছু নেই;কেউ নেই ।
তবু বেলা শেষে
শেষ বেলায়
গোধূলি রাঙা পথে হেঁটে চলি
কি জানি কোন অন্তিম বাসনায় ।