আমি অপলক চেয়ে থাকি
ঐ দিগন্তে,
যেখানে আকাশ নীল অরণ্য সবুজের বুকে
নিবিড় ভালোবাসায়
মিলেমিশে একাকার হয়
নীরবে নিশ্চিন্তে।
আমি অপলক চেয়ে থাকি
ঐ মোহনায়,
যেখানে বহতা নদী এসে মিশে যায়
সাগরের বিশালতায়।
সুশীল সমাজের বেঁধে দেওয়া
সীমাবদ্ধতার প্রাচীর উপড়ে
আমিও
আকাশ নীলের মতো
বহতা নদীর মতো
নির্বিঘ্নে মিশে যেতে চাই;
হেঁটে যেতে চাই
সেই সীমানায়-----
যেখানে ভোরের আলো ফোটে
ভালোবাসার শুদ্ধতায়,
রাতের আঁধার নামে
নীরব ভালোবাসায়।
সীমাবদ্ধতার প্রাচীর উপড়ে
আমি একদিন ঠিক পৌঁছে যাবো,
যেখানে ভালোবাসাই সবার উর্দ্ধে।