শ্রাবণ ধারা
আত্মহারা
যাই ছুটে যাই বাহিরে,
আকাশ তলে
শ্রাবণ জলে
ভিজতে মানা নাহিরে।
হৃদয় কোণে
ক্ষণে ক্ষণে
মন ময়ূরী আজিকে,
পেখম তুলে
কষ্ট ভুলে
আপন মনে নাচিবে।
শ্রাবণ দিনে
মনোবীণে
সেই সুর আজ বাজে রে,
আজো যে কথা
হয়নি বলা
আজই তারে বলা সাজে রে।
আমি তুমি
মুখোমুখি
জলকেলি আজ দুজনে,
বৃষ্টিবিহীন
বৈশাখীদিন
ঘুচে যাক শ্রাবণ কূজনে।
চলুক খেলা
সারা বেলা
ঝরে পড়ুক মেঘ বালিকা,
প্রেম সুধায়
এই বরষায়
সুখে ভিজুক এক রাধিকা।