সেদিন চুড়ি পড়েছিলাম হাতে
নাকে নাকফুল;কাজল চোখে
সেজেছিলাম পরিপাটি করে,
সে চূড় জোড়া এখনও হাতে
নাকফুলও আছে,
সকাল শুভ্রতার সুগন্ধি মেখে
আয়নায় দেখি নিজেকে,
বিধবা চোখের ক্লান্তি ঘুচিয়ে
আমি তাতে কাজলের সুর এঁকে দেই।
এলো কুন্তলে কখনো আনমনে বুনে যাই বিনুনি
আবার কখনো এলো খোপায় আলতো হাতে বুলিয়ে নিই চিরুনী,
শাড়ীর আঁচলে ঘোমটা তুলে
অবিচল দেখে যাই নিজেকে।
দেখি আর ভাবি-------
ডালিম দানা রক্ত ফোটায় রঞ্জিত
ভাবনার ডানায়
ভর করে দাঁড়ায়
ধ্রুব সত্যরা।
আমার স্বকীয়তায় আমি ধ্রুব সত্যের কপালে নীল টিপ পড়াই,
হাতে চূড়
নাকে নাকফুল
কালো কাজলে চোখ সাজাই।
ইদানিং নিজেকে সাজাতে
বড্ড ভালো লাগে;
তাই সাজাই,
       নানান রঙে
                  রাঙাই।।