আমি স্বপ্ন বিলাসী বলে
তোমরা স্বপ্ন দেখাও আমাকে,
দহনের তাপে পুড়িয়ে ভস্মিত ছাইয়ে
করুণার জল ঢেলে
কী ভীষণ জ্বালাও-
কৃষ্ণপক্ষ রাতের কোলে
মুখ থুবড়ে পড়ে থাকা বোবা সময় সাক্ষী,
আর আমি জানি।
তোমরা কেউ জানো না।
জানো না-কাঠ খড়ি উঠোনের কোণে
ফোটা ফুলের মতো
ঝরে যাওয়া নীলকন্ঠ স্বপ্ন মিছিল
মহোৎসবের নীলাভ কষ্ট কথা,
না রূপকথা নয়
সে এক জীবন কাব্যগাঁথা।