দীর্ঘ লড়াইয়ের পর
যে ভূখণ্ড হয়েছে আমার,
যেখানে নারী পুরুষ নির্বিশেষে
সবার সমান অধিকার,
যে দেশের মাঠে মাঠে সোনা ফলে
ফুল ফোটে পাখি গায়
সবুজ শ্যামল ছায়
যে ভূখণ্ডে তোমার আমার বাস
সে দেশের বাতাসেও ওড়ে দীর্ঘশ্বাস
জন্ম নেয় ইতিহাস;
করুণ ইতিহাস।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের
নীতি খর্বকারী জঞ্জাল
এখনো ওঁত পেতে থাকে
যত্র তত্র ছড়িয়ে রাখে কলুষিত জাল।
অসহায়ের অসহায়ত্তে
এখনো জোটে
নোংরা সমালোচনার ঝড়;
দীর্ঘ লড়াইয়ের পর,
এখানে স্বাধীনতা কই,
প্রাণ ভরে নিঃশ্বাস নেবার!