এক প্রাণহীন প্রাণের কথা বলি-
আমি তাকে দেখেছি দূরে দাঁড়িয়ে;
খুব কাছ থেকে ।
ও থাকে শূন্যতার নীড়ে
সেখানে আকাশের বিশালতা নেই
সাগরের গভীরতা নেই;নেই পাহাড়ের দৃঢ়তা,
সুখের হাতছানি দেখিনি কখনো
দেখিনি আহ্লাদে আত্মহারা প্রাণে
কোন হাসি বা আনন্দ,
আমি সেখানে অশ্রু দেখেছি
দেখেছি হৃদয় বিদারী আহাজারী ।
একদিন সে প্রাণেও স্বপ্ন ছিলো;
সুখ দুঃখ হাসি কান্না রাগ অনুরাগ
মান অভিমান খেলায়
নাম লেখাতে চেয়েছিলো,
চেয়েছিলো কারো শাসন বারণ চাওয়া পাওয়ায় পূর্ণতা আসুক তার,
শূন্যতার অনুরণনে শূন্যতাই ফিরে আসে বারবার ।
এখন সেখানে স্বপ্ন নেই
দুঃখ আর কান্না-তারাও হারিয়ে গেছে দূরে অজানা কোথাও ।
আছে কেবল শূন্যতার বেড়াজালে আচ্ছাদিত নিশ্ছিদ্র স্বাধীনতা,
স্বাধীনতার সুখে আড়ষ্ট সে প্রাণ
আজ স্পন্দনহীন;
বেশী রকমের নিষ্প্রাণ এক প্রাণহীন প্রাণ ।।