জীবনের সাপ সিঁড়ি খেলায় কখনো কখনো
যেমন উতরে গেছি প্রত্যেকটা সোপান,
ঠিক তেমন করে বিষাক্ত সাপের ছোবলে কখনো আবার
নেমেও গেছি নীচে;
নতুন করে জয়ের আশায় শুরু হয় খেলা,
এ যেন এক মাদক নেশা।
সুখ দুঃখের দুইটি ধারায় চলে
জয় পরাজয়ের অবিশ্রান্ত পথ চলা।
কখনো পথহীন পথিকের পথ হই
কখনো খোলা বই,
বিনিময় চাইনি বা পাইনি-
এমন কিন্তু নয়;পেয়েছি
তবে তার অনেকটাই ফেরত যোগ্য,
অফেরত যোগ্য যেটুকু
সে তো কিঞ্চিৎ অতিশয়।
অবশ্য তাই বা কম কি!
হিসাব খাতার ফাঁকা পাতায়
রাত জাগা জোনাকি।
আর আমি---যখন যেটুকু দিয়েছি;
উজাড় করে দিয়েছি,
সবটাই অফেরত যোগ্য
মায়া মমতা প্রেম ভালোবাসা শুশ্রূষা........
ভুলে যেতে চাই ;ভুলে যেতে চাই সব
চাই স্মৃতিভ্রষ্ট হোক।
এবার ব্যতিক্রম হয়ে যাক নিয়ম!
খোলা আকাশে ছড়ানো শ্বেত বলাকা
পালকে ভেসে যাবো দূরে;বহুদূরে
যেখানে সাপ সিঁড়ির কোলাহল নেই,
রাতের নীরবতা ছাড়িয়ে
আমি তারও উর্ধ্বে যাবো হারিয়ে।