অঝোর ধারায় ঝরছে আজ
শ্রাবণ মেঘের দল,
ব্যথার সুরে উঠছে কেঁপে
হৃদয় গহীন তল ।
শেষ শ্রাবণী সুর ফুটেছে
শ্রাবণ যাবে চলে,
বিদায় ক্ষণে ব্যথা ভরা
হৃদয় কথা বলে
গেলো শ্রাবণ কথা দিয়ে
হাত রেখেছে হাতে,
আবার যখন আসবে ধরায়
থাকবে তার সাথে ।
গ্রীষ্ম শেষে বর্ষা এলো
আষাঢ় পরে শ্রাবণ,
রিক্ত হৃদয় তিক্ত আজও
হয়নি কিছু প্রাপণ ।