বাড়ী আছে গাড়ী আছে
ব্যাংক ভরা টাকা আছে।


সমাজে তার নাম আছে
যশ খ্যাতি সবই আছে।


ঘর ভর্তি লোক আছে
কবজিতে বল আছে।


বুয়া আছে কুয়া আছে
রূপবতী বউ আছে।


মালী আছে শালী আছে
জীবনে তার রঙ আছে।


কোট আছে স্যুট আছে
ব্র্যান্ডের জুতো আছে।


ঘড়ি আছে ছড়ি আছে
সুগন্ধি সেন্ট আছে।


ফোন আছে বোন আছে
ওয়ালেটে টাকা আছে।


জায়গা আছে জমি আছে
পুকুরে তার মাছ আছে।


ফল আছে ফুল আছে
গাছ ভর্তি বাগান আছে।


ভাই আছে ভাবী আছে
শ্বশুর বাড়ীর নামও আছে।


লিফট আছে সিঁড়ি আছে
লনে গোল টেবিল আছে।


কুকুর আছে বিড়াল আছে
খরগোশ তাও আছে।


সুইমিংপুল আছে
মাকড়শার ঝুল আছে,
ল্যাপটপ টিভি আছে
ডিবি তে লোক আছে।


বাস আছে ট্রাক আছে
রিকসার গ্যারেজ আছে।


ফ্ল্যাট আছে ভাড়া আছে
ব্যবসায় তাড়া আছে।


ডজন খানেক শেয়ার আছে
কেয়ার নেওয়ার লোক আছে।


ডাক্তার আছে ড্রাইভার আছে
ওঠা-নামায় প্রেশার আছে।


খানদানী শাল আছে
রাজকীয় গোফ আছে,
নবাবী ধাঁচ আছে
জলসা ঘর আছে।


তবু কেনো নাই নাই
কেনো এতো হাহাকার,
ফুটপাতে চেয়ে দেখো
কত ঘর-সংসার।