"বিশ্বাস ভালোবাসা নির্ভরতা"
যখন যেভাবে মেলাতে চেয়েছি
জীবনের এই সমীকরণ
পারিনি;
কেবলই পদঃস্খলন।
দেখা অদেখা দুরাশার প্রাচীর টপকে
সাগর তীরে বালু চরে
স্নিগ্ধ ভোরে অলস দুপুরে
খুব করে চাই,
যদি মিলে যায় হিসাব
কোন সমাধান পাই!
পাইনি;
জীবনের এই সমীকরণ
কেবলই পদঃস্খলন।
শ্রাবণী আঁধারে
চাঁদহীন রাতে
জোনাক আলোর সাথে
সমাধানে সমীকরণ
আবার মেলাবো যখন---
যুবতী ধান শীষে ঢেউয়ের তালে
অথবা শ্রাবণ মেঘের অন্তরালে
যেখানেই হোক,
সাজানো হৃদয়ের অলিন্দে
আজ ওরা নিখোঁজ।।