টিকেট কেটে উঠলি যানে
দীর্ঘ যাত্রা পথ,
দশটি মাসের যাত্রা শেষে
নামলি ছেড়ে রথ।
আলো বিহীন আঁধার ঘরে
পেলি আপন রূপ,
তাই বুঝি তুই আলো দেখে
থাকলি না আর চুপ।
ভাব প্রকাশের ভাষাটা তোর
ফুটলো কান্না জলে,
এসেই তুই বুঝে গেলি
কেমন নাটক চলে!
এসেই যখন পড়লি ভবে
বাঁচতে হবে তোর,
হেসে খেলে রাত কাটিয়ে
আনবি নতুন ভোর।
সত্য সুন্দর জয়ের পথে
থাকিস অবিচল,
ন্যায় নীতিতে ভরিয়ে রাখিস
হৃদয় গহীন তল।
অন্তরে তোর রাখিস ওরে
ভালোবাসার ঢেউ,
তোর কারণে কষ্ট মনে
দুঃখ না পায় কেউ।
সব ভালো তুই; তোর ভেতরে
করিস যদি লালন,
টিকেট দাতা হাসি মুখে
করবে তোকে পালন।
দুনিয়ার এই মিছে মায়ায়
বাঁধিস যদি মন,
কিচ্ছু নাই তোর;সব হারাবি
কাঁদবি সারাক্ষণ।
তবে ভালো মন্দ দুইয়ের তফাৎ
বুঝতে পারিস যদি,
হাসবি রে তুই;হাসবে আকাশ
হাসবে ছোট্ট নদী।
তাই বলি শোন------
চলার পথে সত্য সুন্দর
আঁকড়ে ধরে চলিস,
পিচ্ছিল পথও পেরিয়ে যাবি
যদি সত্য বলিস।।