ঘরের বাইরে কেউ যেওনা
কাটুক বন্দী জীবন,
অভ্যেস কিছু বদলে নিলে
রুখতে পারবে মরণ।


ঘরে ঘরে দূরে থাকো
তবেই হবে ভালো,
সবর করো-এলো বলে
দিনের স্বচ্ছ আলো।


সাবান দিয়ে হাতটা ধুয়ে
পরিচ্ছন্ন থাকো,
হাঁচি-কাশি দেওয়ার সময়
মুখটা ডেকে রাখো।


ঠাণ্ডা খাবার খাওয়া বারণ
কোক স্প্রাইটও নয়,
নিয়ম মেনে চলতে হবে
ভয়কে করে ক্ষয়।


ঈমান আমল ঠিক রাখো
পড়ো নামাজ কোরআন,
বিশ্বাস রেখো এক আল্লাহ
সর্ব শক্তিমান।


জীবন যাপন শুদ্ধ হবে
মন্দ কাজে - না,
এমন পণে সদয় তিনি
ধ্বংস করোনা।