সময় যখন আর কাটেনা
ব্যস্ততাও নাই,
একলা ঘরে আপন মনে
স্বপ্ন বুনে যাই।
তখন আমার রাজ্যে থাকে
ব্যাপক স্বাধীনতা,
যেমন ইচ্ছে সাজিয়ে তুলি
জীবন গভীরতা।
কচি প্রাণের আলতো ছোঁয়া
নিখাদ মমতা,
তুলতুলে ওর হাত ও পায়ে
বিলীন জড়তা।
স্থির নয়নে তাকিয়ে দেখি
ছোট্ট হাসি মুখ,
ওরে বাছা তুই-ই আমার
সর্বকালের সুখ।
হঠাৎ পাশে দাঁড়ায় এসে
কঠিন বাস্তবতা,
রাজ্যে আমার নেমে আসে
গহীন নীরবতা।
দুঃখে কাঁদি কষ্টে ভাসি
স্বপ্নটাই সাধ,
হৃদ মাঝারে ঘুম পাড়িয়ে
রাখি বার মাস।