আমি নীলাচলে দাঁড়িয়ে
সাগরের নীলে
এতকাল খুঁজেছি যারে
গোধূলীর আবিরে
রংধনু সারিতে
কোথাও পাইনি তারে।
ঝাউয়ের তলে
জোছনা জলে
খুঁজেছি নিঝুম আঁধারে,
রাঙা প্রভাতে
ঈশান কোণে
খুঁজেছি সোনালী রোদ্দুরে ।
নিথর নিরালায়
ঘাসের ডগায়
খুঁজেছি কুয়াশা চাদরে,
আকাশ বুকে
নির্মল সুখে
খুঁজেছি চন্দ্র অধরে ।
কোথাও পাইনি যারে,
সাঁঝের আকাশে
বেলা শেষে
আজ খুঁজে পেয়েছি তারে।
স্বপ্ন ভেলায়
শেষের বেলায়
জ্বলছে পিদিম আলো,
তোমাতে আমাতে
জীবন রাঙাতে
তোমাকে বাসবো ভালো ।
তোমার ছোঁয়ায়
মরণের আশায়
খুঁজেছি গো এতকাল,
কাটিয়ে আঁধার
জীবনে আমার
আসলো নতুন সকাল ।।