ভালোবাসলেই ছুঁতে হবে- এমন কোনো নিয়ম
আজ অবধি কোথাও লেখা হয়নি,
লেখা হয়নি - ভালোবাসলেই বিনিময়ে ভালোবাসা পেতে হবে।
ভালোবাসলেই হাতের মুঠোয় হাত থাকতে হবে,
পাশাপাশি হাঁটতে হবে, রাস্তায় দাঁড়িয়ে চটপটি ফুসকা খেতে হবে --
এমন শর্ত আজ অবধি বিশ্বের কোনো সংবিধানে স্থান পায়নি।
পরিণয় বা প্রণয়ের বাসনাকে পুঁজি করে হৃদয়ে যে
ভালোবাসা জন্মায়,
সেটা আদতে ভালোবাসা নয়,
হিসাব নিকাশ ছাড়াই ভালোবাসার জন্ম হয়।
দূর থেকেও ভালোবাসা হয়...
তাতে হয়তো হুটহাট দেখা হয় না,
হুড খোলা রিক্সায় ঘোরা হয় না,
কফি-শপে বসা হয় না,
পার্ক বা রেস্তোরায় গল্প হয় না,
ফুটপাত ধরে হাঁটা হয় না,
কিন্তু মনের যে টান; হৃদয়ের অনুভূতি
তা কখনও বিলীন হয় না,
ভালোবাসা একবার জন্মে গেলে
তার আর মৃত্যু হয় না,
হোক জয় অথবা পরাজয়,
তবুও ভালোবাসা হয়
দূর থেকেও ভালোবাসা হয়।