আঁধারের বীভত্‍স নির্লিপ্ততায় যে তরী ভেসে চলেছে হৃদয়ের বিক্ষিপ্ত স্রোতে,
জীবনের টানা পোড়েনে ক্ষত বিক্ষত যে তরী ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে আঁছড়ে পড়ে ভূবন মৃত্তিকায়,
সে তরী জীবনের তাগিদে খুঁজে বেড়ায় বিভাসিত আলোর পথ,
খুঁজে ফেরে রামধনু রঙে বিচ্ছুরিত রথ ।
কালের আবর্তে বীভত্‍স আঁধারের বুক চিড়ে,
তরী ঠিক খুঁজে পায়
ধূসর মেঘের অন্তরালে লুকিয়ে থাকা দিবাংশুরে ।
হৃদয় পতিত জমিতে বেড়ে ওঠা আগাছার ঝোঁপে তরী স্বপ্ন সুধার সৌরভ পায়,
নির্জন নীরবতায় ।
নিরবচ্ছিন্ন হতাশা কুহেলিকা আচ্ছাদনে আচ্ছন্ন যে তরী,
জীবন নাট্যমঞ্চে যুদ্ধাহত সময়ের ঘুর্ণনে স্বপ্ন রঙের মাধুরী মিশিয়ে রাঙিয়ে নেয় মন-মঞ্জরী
জাগরণে যায় যার বিভাবরী,
জীবনের প্রাঞ্জলতায় যে তরী বহুবার সেজেছে সঙ,
সে-ই তো দেখেছে জীবনের রঙ ।।