তোর নাটাই সূতো ঘুড়ি হবো
খোলা আকাশ তলে,
তোর যেমন খুশি উড়িয়ে দিস
জোছনা ভেজা জলে।


তোর ভাবনা হবো যখন তখন
ভাবিস আপন মনে,
তোর দুঃখ হবো সুখও হবো
রাখিস চোখের কোণে।


তোর সোহাগ হবো শাসন হবো
দেখিস সারা বেলা,
তোর আপন হবো পরও হবো
খেলিস সকল খেলা।


তোর জীবন জুড়ে অভ্যাস হবো
করিস অনুভব,
তোর কষ্ট নীড়ে নষ্ট হবো
শুনিস কলরব।


তোর চোখের তারায় ভাষা হবো
লিখিস কবিতা,
তোর হৃদয় মাঝে আশা হবো
ঘুচাস শূন্যতা।


তুই হবো-তোর নাট্য মঞ্চে
তুই কি আমার হবি,
দুঃখ গুলো ভাসিয়ে দেখিস
আঁকবো সুখের ছবি।।