তুমি আছো বলেই তো,
আকাশে জমে ওঠা মেঘেরা
আঁধারে ডেকে দিতে পারে না
আমার যাপিত জীবন,
তুমি আছো বলেই তো,
মেঘে ঢাকা সূর্যটাও আড়াল থেকে
ছড়িয়ে যায় কিরণ।
তুমি আছো বলেই তো,
বৃষ্টিরা আমার ছাউনি বিহীন
ঘর ভেজায় না,
তুমি আছো; তুমি আছো বলেই
পথহীন পথিক হয়েও আমি
পথ হারাই না।
তুমি আছো বলেই তো,
শত বাধা বিপত্তি  ডিঙ্গিয়ে
আমি আজও চলেছি হেঁটে,
তুমি আছো বলেই তো,
ভয়ানক সময়গুলোও আমি
উতরে যাই অকপটে।
তুমি আছো; তুমি আছো বলেই
দুর্বিষহ কষ্ট ভুলে
আবার আমি দাঁড়াই ঘুরে,
তোমার আশিষ সঙ্গে নিয়ে
যাই যেন গো বহুদূরে।
তুমি তখনো ছিলে; এখনো আছো
সারা জীবন থাকবে জানি,
তুমি মহান,সর্বশ্রেষ্ঠ
এইটুকুই সত্যি মানি।