পিঁয়াজ মামা একশো হলো
আলু মামার হাফ,
বাজারে গিয়া দাম শুনিয়া
মারি একটা লাফ ।
রসুন মামা নয়তো কম
বেজায় বড় তাপ,
আদা মামার অনেক ঝাঁঝ
ওরে বাপরে বাপ ।
চাউল মামা নয়তো কম
বাজার বেশ চড়া,
সেই গরমে মন চরমে
হইছি ভাঁজা বড়া ।