আমাদের ঢাকা শহর
কিযে তার করুণ হাল,
পথ-ঘাট জুড়ে উচু নীচু
যেন পাহাড়-টিলা-খাল !
পথে পথে থই থই জল
পাড়ি দিয়ে যাই সড়কে,
গাড়ি নাই ঘোড়াও নাই
বসবাস যেন এক নরকে !
গড় গড় আওয়াজ তুলে
চলে আ্সল এক গাড়ি,
ভেতরে যাত্রী জন পাঁচেক
গাড়ি নয় যেন এক ভাংগারি ।
হাটু জল ঠেলে বৃষ্টিতে ভিজে
কোনমতে উঠলাম বাসে,
একি কান্ড ! কিছু দূর যেতে
বাস দেখি জলের উপরে ভাসে !