দারুণ শীতে কাঁপছে দেশ,
গরিব- দুখী কষ্টে বেশ !
শীতের কাপড় করো দান,
গরীব দুখী বাঁচুক প্রাণ !
তোমরা যারা জমালে ধন,
আজকে সবাই কর পণ ।
দু'হাত খুলে বিলাও ত্রাণ,
বেজে উঠুক প্রাণের গান ।
09-01-2018
দারুণ শীতে কাঁপছে দেশ,
গরিব- দুখী কষ্টে বেশ !
শীতের কাপড় করো দান,
গরীব দুখী বাঁচুক প্রাণ !
তোমরা যারা জমালে ধন,
আজকে সবাই কর পণ ।
দু'হাত খুলে বিলাও ত্রাণ,
বেজে উঠুক প্রাণের গান ।
09-01-2018
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৯৪টি মন্তব্য এসেছে।
প্রেরনায় গাঁথা কবিতাটি, নান্দনিক চন্দময়। শুভেচ্ছা রইল।
কবিতা গুলোও সত্যিই অসাধারণ।
দারুন লেখা।
বাস্তোবোচিতো রচনা
অপূর্ব মানবিক আবেদনে সুন্দর লেখা। আন্তরিক শুভকামনা রইল প্রিয় কবি।
বাহ্ দারুণ প্রাণের খোরাক পেলাম প্রতিটি শব্দে!অসাধারণ! সহমত প্রাণ থেকে।
সুন্দর কাজের আহ্বান। সফলতা কাম্য। শুভেচ্ছা রইলো।
দারুণ ।শীতে উষ্ণ শুভেচ্ছা রইলো কবি বন্ধু ।
আপনার কবিতা খানি আমি মনে করি সময়ের সেরা আহবান। আপনার জন্য শুভ কামনা
অনবদ্য।
দারুণ শীতে,দারুণ কবিতা...ভালো থাকুন প্রিয় কবি...ধন্যবাদ
সুন্দর লিখেছেন কবিবন্ধু।
তোমার কবিতার জন্য ধন্যবাদ।
এই শীতে সকলের এগিয়ে আসা উচিত
দরীদ্রদের সাহাযার্থে।
ধন্যবাদ তোমার আহবানের জন্য।
খুবি ভাল লাগলো । অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি । ভাল থাকুন ।
মানবতাবাদী কবিতা । খুব ভাল লাগল । শুভকামনা ।
খুব সুন্দর।
শুভেচ্ছা নেবেন কবি।
সুন্দর জীবন নিয়ে রচনা।।
দারুণ সময় উপযোগী প্রাসঙ্গিক!ওদের জন্য একটু ভাবি না।সকলে মানবিক হই। বলিষ্ঠ লেখনী! শুভেচ্ছা সতত।
খুব খুব চমতকার লেখনি।।
খুব সুন্দর উপস্হাপনা।শুভেচ্ছা জানাই
১২। বাংলা কবিতা ওয়েবসাইটের কবিদের মিলনমেলায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
দয়া করে, প্রদত্ত লিঙ্কখানি ওপেন করে পড়ুন এবং আপনার প্রতিক্রিয়া, পরামর্শ ও মন্তব্য কামনা করছি।
http://www.bangla-kobita.com/kabir/kobider-milonmela/
মানবিক আহবান!
আপনাকে অনেক ধন্যবাদ
এমন সুন্দর একটা আহবান জানানোর জন্য।
শুভ কামনা রইল প্রিয় কবি।
খুব সুন্দর মানবিক আহ্বানের দারুণ ছন্দময় কাব্যে বিমোহিত!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
দারুন লিখেছেন কবি । শুভকামনা রইল ।
অনন্য মানবিক ! শুভেচ্ছা অফুরান । ভাল থাকুন প্রিয় কবি
মানবিক উপলব্ধি, ভাল লাগল ।
দারুন শীতে কবিতা পাঠে মুগ্ধ হলাম।
ধন্যবাদ।
সুন্দর। অনেক শুভেচ্ছা।
দারুন শীতে অসাধারন প্রকৃতির কবিতা -
উপস্হাপনা করে গেলেন প্রীয় কবি !
দারুন মুগ্ধ হলাম কবিতাটি পাঠ করে !
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেখে গেলাম
আপনার পাতায় !
ভালো থাকুন, শুভেচ্ছা রইল শতত !!!
সু ন্দ র !!
চমৎকার আহ্বান ! সুন্দর মানবতাবোধের কাব্যপাঠে
মুগ্ধ হলাম প্রীয় কবি !
অনেক প্রীতি ,ভালোবাসা এবং শুভেচছা !
ভালো থাকুন সর্বদা ! শুভকামনা নিরন্তর !
হাড় কাঁপা শীতে
ঘুম ভাঙ্গে দেরিতে।
ঘুমান্ত শীতে জেগে উঠুক মানবতা
ভাগ করে নেই গরীব দুঃখীর কিছু কষ্টকথা
অনেক শুভেচ্ছা, শুভকামনা প্রিয়।
অতি আদর্শে ভরা কাব্য গাথা ।
সবাই হোক সদয় । শুভেচ্ছা প্রিয় ।
বাঃ সুন্দর লেখা পড়ে ভালো লাগলো কবিবর 💕 ভালো থাকবেন সর্বদা
ছন্দময়তা। চমৎকার
একমত কবি।
এই গান কবির সুরে সুরে আমিও গাইতে চাই। ধন্যবাদ প্রিয় কবি মানব দরদী হৃদয়ের জন্য। ভাল থাকুন শুভেচ্ছা সহস্র।
সুন্দর মানবিক ভাবনার প্রতিফলন ।শুভেচ্ছা জানবেন।
শীতের সুন্দর বর্ণনা
মানবিক আবেদন। শুভেচ্ছা।
দেশের হিতে প্রাণ ! ঐরকম দুঃখ কস্ট অনুভব করার মতো কজন মানুষ হয় ? অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রেখেগেলাম ।
অনন্য মানবিক লেখা!অনেক শুভেচ্ছা রইল!
দারুণ মমতাময়ী আবেদন ।মুগ্ধতা রেখে দিলাম কবি বন্ধু ।শুভেচ্ছা অফুরন্ত ।
মহত কাজে আহবানের সুন্দর কবিতা।
অনেক শুভেচ্ছা রইল।
সুন্দর হল!
অনবদ্য জীবনমুখী কবিতা
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.