পথ-ঘাট জলাশয়
   এক হাঁটু জল,
ব্যাঙগুলো সেই জলে
   করে কোলাহল ।
গাড়ি-ঘোড়া পাড় হয়
   সেই হাটু জলে,
জলে জলে টক্কর
   মাতে কোলাহলে ।
পথচারী গাড়ি সারি
   চলে পাশাপাশি,
ছিটে আসে ঘোলাজল
   গায়ে রাশি রাশি ।
পথশিশু জলে নেমে
   করে হইচই,                      
খোঁজে ফিরে ব্যাঙগুলো
    কোথা গেল কই ।