একদিন চুপি চুপি এসো চলে
ছেঁড়া সফেদ অস্থির মেঘ উড়া
মেঘের ফাঁক গলে
সোনালী রোদ্দুর ঝরা
পড়ন্ত বিকেল বেলা ।
সারাটা বিকেলের শেষে
দিবাকর যবে ক্লান্ত বেশে
রক্ত লাল আবিরে ঢেকে
চারিপাশ রাঙিয়ে ঘুমিয়ে রবে,
তোমার কাঁধ ছুঁয়ে
বসুধা রূপ দেখাবো তোমায় ।
একদিন চুপি চুপি এসো চলে...