এইখানে সড়ক দ্বীপে দেখেছি
তার শৈশব
দেখেছি দূরন্ত কৈশোর,
তারপর যৌবনের বাঁধ ভাঙা উচ্ছাস,
দেখেছি তার সাবলীল বেড়ে উঠা ।
অকাতরে ছায়া বিলিয়েছে
বুনো ফুলের সৌরভ ছড়িয়েছে চারিধারে।
উত্তাল সমীরণে দেখেছি উন্মাতাল নৃত্য ।
একদিন চুপি চুপি যন্ত্রদানব
সগর্জনে তেড়ে এসে
সমূলে উপড়ে ফেলে সমস্ত ছায়াবীথি ।
গানের পাখিকুল ছুটে পালালো দিগ্বিদিক...
তারপর শুধুই ছায়া শূন্য সড়ক দ্বীপ
অবিরত ঝরে খাঁ খাঁ সোনালী রোদ্দুর ।
অজানা পাখিদের কলরব
শুকনো পাতার মর্মর ধ্বনি আর নেই ।
এখানে কেবলই উড়ে বেড়ায় বিবর্ণ ধূলিঝড় ।