এই শহরে একলা আমি
ভীষণ ভবঘুরে
ধূলিধূসর কণায় মিশে
স্বপ্নসারি ওড়ে
হাত বাড়ালে ছায়াসঙ্গী
হতেই পারো তুমি
শূণ্য বুকে হোক না আবার
তোমার চারণভূমি ।।


মন বদলে মন নিয়েছি
মনের দামে দাম
হয়নি জানা এই শহরে
তোমার বাড়ির নাম
ফেরার মনে ঘুরছি আমি
শহর নগর জুড়ে
তোমায় ভেবে থামছি কত
গলি পথের মোড়ে ।।


বেয়াড়া মন যখনতখন
দিচ্ছে বেজায় আরি
আমার ছাঁয়ে আসলে তুমি
আকাশ দিবো পাড়ি
সঙ্গী হলে আমায় ছুঁয়ে
হারিয়ে যাবো দূরে
মেঘের পালকি করে যাবো
আমাজনের চূড়ে
এই শহরে একলা আমি
ভীষণ ভবঘুরে
ধূলিধূসর কণায় মিশে
স্বপ্নসারি ওড়ে ।।