সারাটা দিনের শেষে
রক্তিম আভায় সেজেগুজে
পশ্চিমে হেলে পরেছে দিবাকর,
অবসন্ন অবসরে ।
নিশিগন্ধ্যায় সুবাসিত অমল বায়ু
বয়ে চলেছে ধীরে ধীরে,
পাখিরা ফিরে চলেছে ডানা ঝাঁপটে
আপন নীড়ে ।
তুমি কি আসবে না এমন ক্ষণে ?
দেখবে না রঙিন গোধূলির ধরা রূপ ?
পাশে দাঁড়াবে না অনুরাগ ভুলে
কাঁধে কোমল হাতের স্পর্শে ?
তুমি কি আসবে না এমন ক্ষণে ?