পলাশ বনে ফুল ফুঁটেছে
রঙিন ডালে ডালে
ভোমর এসে খায়যে চুমু
ফুলের গালে গালে ।।


তুমি এসো পলাশ বনে
খোঁপায় দিব ফুল
আবির দিব অধর জুড়ে
কর্ণে পলাশ দুল
করকমলে রাঙিয়ে দিব
পলাশ ফুলের লালে ।।


শিমুল রাঙা শাড়ি পড়ে
এসো শিমুল ছাঁয়ে
ফুলের রংয়ে আলতা দিব
তোমার কোমল পায়ে
গুনগুনিয়ে মৌমাছিরা
আসবে দলে দলে ।।


কোকিলা এসে আড়ালে বসে
ডাকবে আপন মনে
শিমুল ডালে উঠবে কেঁপে
অবাক শিহরণে
ফাগুন হাওয়ার দোলা লাগুক
তোমার কাজল চুলে ।।