আজ সকালে শালিকের দলে
ধরেনি ভোরের গান,
গেয়ে ওঠেনি চঞ্চল চড়াই
জেগে ওঠেনি প্রাণ ।
দোয়েলের শিসে তন্দ্রা আবেশে
হয়নি যেনগো ভোর,
হেমন্ত ক্ষণে শ্রাবণ মনে
বাদল দিনের ঘোর ।
দিবাকর খানি ঘোমটারে টানি
ছড়ায়নি সোনালী আলো,
নীলিমার নীল যেন গাঙচিল
ধূসর বরণ কালো ।
রাতের আকাশে ধরনী ফ্যাকাশে
জ্বলেনি তারার দল,
বাঁশের ঝাড়ে দেখি নাই উড়ে
জোনাকির ঝলমল ।
পথের বাঁকে শিউলি শাখে
দেখা হয়নি বুলবুলি,
শিউলি তলে কুড়ায়নি আঁচলে
ভোরের ঝরা ফুলগুলি ।


২১-১০-২০১৭ ইং