ক্ষণে আকাশ মেঘের বাড়ি
ক্ষণে আবার ফাঁকা,
কোন পটুয়া আঁকলো ছবি
কার তুলিতে আঁকা ।
ক্ষণেই বহে উতাল বায়ু
ক্ষণেই জ্বালে বাতি,
রোশেখ এলে দিনদুপুরে
আঁধার কালো রাতি ।
ক্ষণেই মেঘ ধূলি ধূসর
ক্ষণে ঝরে বাদল,
টিনের চালে ঝুমুরঝুম
বাজে যেন মাদল ।
ক্ষণেই রবি দিচ্ছে উঁকি
মেঘ গলে আকাশে,
বোশেখ এলে শ্যামল চুলে
নাচে তরু বাতাসে ।