এখনও সটান দাঁড়িয়ে ওখানে
কংক্রিটের প্রাণহীন অট্টালিকা,
মাথা উঁচু করে ক্রমশঃ
মেঘ ছুঁতে চায় সে  !  
তার একটু সামনেই বহু বছর ধরে
একাকী ঠায় দাঁড়িয়েছিল
কিশোর কৃষ্ণচূড়া ।
চিরল সবুজ পাতায় ভরেছিল ডালপালা,    
প্রতিদিন বিমুগ্ধ হয়েছি
তার বর্ণিল ফুলের আবিরে  !  
কতদিন দেখেছি, সেই রূপ লাবণ্য আনমনে।    
কতবার নিজেকে হারিয়ে ফেলেছি
অশান্ত সমীরণে উন্মাতাল নগ্ননৃত্য দেখে  !         কত ক্লান্ত পথিক ক্ষণিক গা জুড়িয়েছে
শরীরে হেলান দিয়ে,
তার নিবিড় ছায়াতলে  !
ফুলপাখি দল কোলাহলে মেতেছে
ডালে ডালে নিত্য ।
এইতো সেদিন যেতে যেতে পথে
প্রখর রোদ্দুর ঝরা দিনে          
চোখে পরলো না তার মায়াবী ছায়া ।      
অনেক খোঁজার পরে দেখি    
ওখানে কৃষ্ণচূড়া গাছটি নেই  !
কোন এক রাতে দস্যু-বর্গী দলে
সশস্ত্র হানা দিয়েছিল ঐখানে ।
লুটেরার দল তাকে উপড়ে নিয়েছে সমূলে  !
ওখানে একদা কিশোর কৃষ্ণচূড়া দাঁড়িয়েছিল নীরবে ।