কোনো একদিন বর্ণিল গোধূলী হবে,
কোনো একদিন গোধূলি শেষে
পঞ্চদশী চাঁদ জেগে উঠবে ।
কোনো একদিন ঘরে ফেরা পাখিদের কলরব হবে ।
কোনো একদিন অনাবাদি দিগন্ত ছোঁয়া
নগ্ন মাঠের কিনারে অপেক্ষায় রব
বুড়ো আমগাছের ছায়,
তুমি চুপিসারে এসে
আলতো করে ছুঁয়ে দিবে আমায় ।
দূরাকাশের নক্ষত্র সারি ঝিলমিল জ্বলবে,
সাঁঝের পুষ্পরাজি সৌরভে দুলবে,
কোনো একদিন ছুঁয়ে দিলে তোমার কমল কর  
আমি শিহরিত হবো....