কোথায় গেল দূরে আকাশ
কোথায় গেল নীল,
আকাশ জোড়া ধূসর ভরা
উড়ছে যেন চিল ।
থমকে আছে বৃক্ষলতা
থমকে আছে বীথি,
বইছে নাতো হিমেল বায়ু
গাইছে নাতো গীতি ।
গোমড়া মুখে বনবনানী
চেয়ে আকাশ পানে,
ঝরঝরিয়ে ঝর্ণাধারা
বইছে নাতো গানে ।
কাশের বনে চুপটি মনে
দাঁড়িয়ে আছে ঠাঁয়,
ঢেউ জাগেনা কেউ দেখেনা
কেউ না ফিরে চায় ।