তুমি যখন শ্যামলা সুন্দরী
হৃদয়ের হোলি খেলায় বিভোর,
আমি তখন অজপাড়াগাঁয়
স্বপ্ন বিলাসি দূরন্ত কিশোর ।
মনে আছে তোমার ?
মনে রেখেছি আমি...
তোমার কালো ঝলমল কেশরাশি
অধর কোণে ফুঁটতো চাঁদের হাসি,
জ্বলজ্বলে হীরক চোখের পলকে
ক্ষণেই হয়েছি উদাস ।
মনে আছে তোমার ?
চিঠি লিখেছি কত সাদা পৃষ্ঠা জুড়ে,
তুমি নাকি লিখতে পড়ার ফাঁকে
রাত জেগে চুরি করে,
তোমার চিঠি পেয়ে ধরা দিত অধরা স্বপ্ন
আমার দু'হাত ভরে ।
মনে আছে তোমার ?
একদিন আমরা হারিয়েছিলাম
গোধূলির প্রবল জোছনায় সরোবরে,
পাশাপাশি দুজন গাঁয়ের পথ ধরে ।
মনে রেখেছি তোমায়,
বেঁধে রেখেছি অবিনাশী স্মৃতি
ঝুল বারান্দায় এ্যলবাম করে ।