শহরের মশাদের
বড় বড় ঠ্যাং,
ভনভন করে তারা
উড়ে ঢ্যাং ঢ্যাং ।
ছোট ছোট মশাদের
বড় বড় শূর,
রাতদিন চারিধারে
করে ঘুরঘুর ।
চুপচাপ বসে মশা
মানুষের গায়,
পেটখানা মোটা করে
উড়ে চলে যায় ।
চারদিকে মশা দল
করে উড়াউড়ি,
তারা যেন ডানা মেলা
ছোট ছোট ঘুড়ি !